আয় ছুটে আয়
শরৎ হাওয়ায়
বিলের ধারে কাশবনে।
বল্ যাবি কে?
ছায়ার ঝোঁকে
মেঘ ও রোদের গুঞ্জনে!


দল ছুট ছেলে!
গেছে মা চলে?
হাল ফেরাতে সংসারে!
আয়রে চলে
খেলব বলে
পাগল-পারা বিল্ ধারে !


বাতাসে ছন্দ,
পুজোর গন্ধ,
আটকাবে কোন ভাইরাসে!
ঠাকুর আসবে
হাসিও ফুটবে
দিচ্ছে খবর  শ্বেত-কাশে !



***
আমার প্রিয় পাঠক বন্ধুদের প্রতি __


হাজারে, ব্যাজার মুখে
এইটুকু কইলাম!!
আহারে! উঁহুরে! সুখে
মাথা নুয়ে রইলাম!!