ওরা কি স্বর্গে গেল,
একে একে সার বেঁধে!
কোথায় গেল, কেন যেতে হলো
তা ওরা জানে না।
শিক্ষা ছিল, 'দেশের জন্য
জীবন বাজির'।


আজ শহীদ ওরা।


'মা' তো বোঝেন না,
কেন তার কোল খালি হলো!
প্রিয়াও বুঝলো না,
শূন্য বুকে রক্তের কি দাম?
শুধু একমুঠো শুকনো রক্ত
ভূস্বর্গের মাটিতে
সৃষ্টির বীজ খুঁজবে...


ওরা চলে গেল শান্তির পথে...
রেখে দিয়ে গেল আর একটা
যুদ্ধের প্রতিশ্রুতি...