নিশিথের কালো ঘেরাটোপ
নেমে এলো
ধীরে_অতি ধীরে_
শ্বাপদের শিকার ধরার মত
নীরব পদ সঞ্চারে।
সূর্যের অন্তিম রশ্মি তখন_
মাথা কাটা ছায়া ফেলে
দূরে গেছে সরে,
রহস্যের অতলে।
মুখোসের আড়ালে
ফোঁপানিটাকে সেই মুহূর্তে
গলা টিপে মারে
অজস্র হাততালি।
অভিনয়ের হয়ত এখানেই শেষ।
কিংবা শুরু,_হতে পারে।
অথবা এ কথা কটাই
কোন নাটকের
নাটকীয় সংলাপ!