ধুলিঝড় ওঠে...
বালু সাগরের ঢেউ আছড়ায়,
ঝলসায় শেষ দিনমণি!


স্বল্প পরিসরে মেলাই জন্ম ও মৃত্যু!


অর্জিত ধন ক্ষুদ্র হলেও দামী। তবু যে আমার!
সহজ নয় সহজলভ্য, বিনা ক্লেশে।
ভেবেছিলাম, থাক পড়ে;
ফিরতি পথে কুড়িয়ে নেব।
এখন শুধুই চলা...


বুঝিনি, ফেরার পথ থাকে না!
শেষ আলোর রেশটুকু কালঘুমে!


আমি অপেক্ষায় থাকি ঢাকা পড়ে নিশ্চুপ!