আসছো কবে?
আজকাল সময় জ্ঞান থাকে না,
দেখছি।
হা পিত্যেশ করে বসে আছে
ফাটা মাঠ, পুকুর, দিঘী...
ডাহুকটা এখন ঘাট ছেড়ে বাগানে!
শালুক নুয়ে পড়েছে দাবদাহে!
এসবের জন্য কি একটুও
মন কেমন করে না তোমার?


জানি জানি,
তোমায় আটকে রেখেছে ঐ
গোমড়া মুখো বায়ুর চাপ।


এতো কান্না তুমি চেপে রেখেছ যে,
না জানি আসার পরে কত কাঁদবে!
কান্না চলবে সেই শরৎ পর্যন্ত!
ভাসাবে নদীর ধারের কাশ।
ভাসাবে গ্রামের পর গ্রাম,
কাঁদবে মানুষ....


তবুও তোমার অপেক্ষায় বসে থাকি।
এসো, খুব তাড়াতাড়ি...