নিয়ম মেনে আজ
শ্রাবণ চলে গেল নিঃশব্দে।
রেখে গেল কিছু ছেঁড়া সাদা মেঘ
নিঃসীম আকাশে ।
এখন ভাদ্রের উষ্ণতায় হয়ত
শুকোবে চোখের জল!
মাথা চাড়া দিয়ে উঠবে হিল্লোলিত কাশ,
ফুটবে হাস্যোজ্বল শিউলি
আগমনীর সুরে...


তবুও শ্রাবণ, বোঝো না কেন
এখনও অনেক শ্রাবণ আমার বুকে!


আমি কাঁদতে চাই,
একটি নীল পদ্মের চোখে...