লুকিয়ে রেখে পিরীতি
পাতার ঐ ফাঁকে __
বসন্তকে আনলে ডেকে
পিক্, কোন অনুরাগে!
কী ব্যথা বয়ে...
মুখরিত হয়েছিলে সেদিন
কুহু কুহু রবে __
বসন্ত এসেছিল ঠিকই,
প্রেমের আবেগে,
কোকিলার বাসরে ।


কুহুতানে প্রেম ভরে যায়!
বোঝে ক'জনায়!
নিছক বিলাপ ভেবে
আমিও বুঝিনি সে প্রেম
যখন সে কানায় কানায় _


আজ গত-বসন্তে
দেখি মনের পাতায়!
হারিয়ে ফেলেছি সে প্রেম
যতন অবহেলায়!
মুখর বসন্ত বাতাসে যে
"কুহু"কেঁদে কেঁদে যায়!
বুকে বাজে রুদ্র বীণ
থাকুক এ ব্যথা ভালবাসা
কালো পাখিটির
অশ্রুভেজা লাল চোখে।