পড়ন্ত বিকেলে...
রং মুছে গেল আকাশের।
বনানীর সবুজ ফিকে হলো।
সন্ধ্যা নামল এক জীবনে,
অগোচরে আনমনে।
সান্ধ্য শাঁখ বরন করে নিলো
ঘোর কালো একাকীত্বকে।
তৈরি হলো...
একলা থাকার অভ্যেস।


এই বেশ হ'ল...
আর একটু তো পথ
গন্তব্যে পৌঁছানোর।
হয়ত কেটে যাবে সময়
আকাশের তারা গুণে।


এমনই এক রাতে....
ডেকে ফেরে হাহাকারে
রাত জাগা পাখি।
তার তীক্ষ্ণ কুজনে
জাগে না মৈথুন।
ক্ষণিক দাঁড়িয়ে অন্ধকারে
মিশে গেল
একাকীত্বের ঘোরে।


তখনই ভোর এলো...
নবারুন ভিজিয়ে দিল
দুটো ক্লান্ত মন
সোনালী আলিঙ্গনে।
বসন্ত এলো
কোকিলের কুহু রবে।


থেমে গেল...
রাত জাগা পাখির
হাহাকার
কেটে গেল
ব্যর্থ জীবনের
অন্ধকার।
বার্ধক্য খুঁজে পেল
যৌবন,
কখন কে জানে!
অজান্তে ওরা ভিজল।
কি করে যে কি হলো
বুঝলো না কেউ।