(১)
মাপকাঠি!


উহ্য রেখে, পুচ্ছ নেড়ে,
ঠিক কতটা বললে তবে,
সত্যিটা ঠিক সত্যি হবে,
মুক্ত হবে দুনিয়া-দ্বারে!


(২)
অনিবার্য


সৃষ্টি যখন স্রষ্টাকে ছাড়ায় ;
গর্বের চূড়ায় নিজে হারায় ;
ধ্বংস এসে শিয়রে দাঁড়ায়!
পতনই তো শেষ কথা কয়।


(৩)
সামঞ্জস্য


'বেশি খাবি তো কম খা',
হিসেবখানা যে এটাই!
পথ চলবি, মেপে পা,
সঠিক জেতা তো সেটাই।