কিছু একলাদের কথা


(১)
ভীড়ের মধ্যে হারালেই
বোঝা যায়, আসে হুঁশ __
শুধু আমি একলা নই...
সবাই একজন হারানো মানুষ!


(২)
একলা থাকার জ্বালায়
পোড়ে যার মন,
সে-ই বোঝে শিখায় আছে
কতটা আগুন!


(৩)
যুদ্ধ শেষে শিরস্ত্রাণ
রইলো পড়ে।
ধূলায়  একা পরাজিত সেনা।
ঠিক তখনই __
পূবের একলা কমলা গোলাটা
ঘোষণা করল
নতুন দিনের সূচনা ॥


(৪)
বিজলীবাতিহীন
খোয়াই এর হাটে __
অপরাহ্ণ গড়ায় ক্রমে
সাঁঝের তিমিরে __
সোনাঝুরির গন্ধ মেখে
একলা খোয়াই পড়ে থাকে
নির্জন আঁধারে ।