কবিতারা কখন হাসে,
কখন কাঁদে,
তা কি জানে কবি?
কবিতারা কখন বাঁচে
কখন মরে,
কখন আঁকে ছবি!


কবিতারা জন্মায়....
শালুক পাতায়, বনলতায়,
দ্য ভিঞ্চির মোনালিসায়।
কাঠবিড়ালীর পুটুস চোখে,
শঙ্খচিলের ধূসর ডানায় ।


কবিতারা হাসে....
মিলনান্তক প্রেম নাটকে,
নতুন সূর্য যখন ভাসে।
গ্রীষ্ম শেষে বর্ষা এলে,
সুখ জড়ানো সবুজ ঘাসে।


কবিতারা কাঁদে.....
গোলাপ কাঁটায়, ইট ভাটায়,
রুটি ঝলসানো চাঁদে।
দলাদলির রাজনীতিতে,
জীবনবোধের ফাঁদে।


কবিতারা মরে.....
মিথ্যে প্রতিশ্রুতির সাথে
কান্নায় বাঁধা ঘরে।
পাপড়ি ছেঁড়া গোলাপ বুকে
রক্ত যখন ঝরে।