তুমি কথা দিয়েছিলে_
এক পূর্ণ আষাঢ় প্রাতে
আসবে আমার ঘরে।
বলেছিলাম , একটি
কদম ফুল এনো সাথে।


ঘন মেঘে ছায় আষাঢ়
আবছায়ার আকাশে।
অক্লান্ত বরিষণ সাথে
দূয়ারে দাঁড়িয়ে আশা
একটি কদমের ঘ্রাণের!


দিন  গেল অপেক্ষায়_
দুপর গড়ায় সেই রাতে!
দুশ্চিন্তায় মন ভাবে, পথ
থমকে গেল কি তবে!!
ফোটেনি কি কদম আজ!


দূয়ারে বসে থাকা ক্লান্তি
ঘুমিয়ে পড়েছে কখন...
রাত কেটে ভোর এলো
যখন , ছুঁয়ে একটি কদম
একলা বিছানো আঁচলে!