আবহ সঙ্গীতের মূর্ছনায়
একটানা বেজে চলেছে সুরবাহার...
তোমার কাছে অনেক টুকরো ছবি;
আমার হাতে শুধুই শূন্য পাতা,
অনেক দিনের অপেক্ষায়...


সুরে সুরে সৃষ্টি হচ্ছে
একটার পর একটা কোলাজ।
ভরাট হয়ে চলেছে শূন্যতা!
এ যেন ক্ষিদের তাড়না।
যত আছে ছেঁড়া ছবি, ছেঁড়া কথা,
সব ঢেলে দাও এলোমেলো করে,
নিঃশেষ হোক সব বাসনা!


ক্ষয়ে যাচ্ছ তুমি...
ক্রমশ অসংলগ্ন কোলাজে
একঘেঁয়ে সংলাপ....
তবুও থামতে চাওনা
যতক্ষণ না ঘুম আসে!


ক্লান্ত হচ্ছে আমার শূন্য পাতা..
অস্থির কোলাজে ভরে উঠছে
নিলয়! অলিন্দ!


তোমার আমার সম্পূর্ণ কোলাজ সৃষ্টির রক্তচাপ আজ
ধমনীতে ধমনীতে......


এখনও অপেক্ষায়...