ফাগুন এলো কী এলো না
এই হঠাৎ রাত থেকে প্রাতে।
তবু কলম ছিল হাতে
অস্থির দুই আঙুলের ফাঁকে
এই অবেলায়...


সামনে ছিল খোলা
আকাশের মত ফাঁকা খাতা।
কিংবা কাঙালির পাত্র।
ঝর্ণা কলমের কালি ঝরে না
কোনো মানবিক ভাবনায়।
শূন্য খাতায় সৃষ্টি হয় না
জীবনের গান।
ফাগুন তবু আসে।
পলাশও ফোটে পূর্ণ যৌবনে....


ফাগুন এলো কী এলো না
জীবনের সুপ্রভাতে,
ক্লান্ত কলম থাকুক সংঘাতে।
কলমের ঝর্ণা ঝরুক
আজ অবেলার পলাশে...