করোনা ও কবিতা


(১)কী যে করি__
কবিতার পাতায় করোনা!
হাজার তাড়ালেও যাচ্ছে না!


(২)এখনও __
জেদ করে খুলোনা বেড়া,
করোনা ঘরে বাঁধবে ডেরা!


(৩)তবুও __
খাওয়ার ঘটার কমতি নেই।
বাঙালি মরে বাজার করেই।


(৪)এই যে __
ঘরে থাকলে কেবল খাইখাই।
আগুন দামেও হাত বাড়াই!


(৫)কাজ শুধু __
খাও দাও আয়েস করো,
টিভিতে মৃত্যুর হিসেব করো।


(৬)জানোই তো __
গরীব যারা, কজহীন হয়ে ঘরে ।
করোনায় নয়, খিদেয় ওরা মরে ।


(৭)আবার __
ধর্ম কর্ম তো জলেই গেলো!
করোনা এসে জীবন খেলো।


(৮)লোকে বলে __
কবিতার কী আর বিষয় নাই?
করোনাকে এতো দিচ্ছে লাই!


(৯)আদ্যিকাল থেকেই__
প্যাণ্ডোরার বাক্সের ঢাকা সরিয়ে,
ভাইরাস বেরোচ্ছে ভুরভুরিয়ে!


(১০)করোনার ঠ্যালায় __
তাই, কী আর করি বলো?
কাব্য টাব্য সব চুলোয় গেল।