তুমি কষ্ট পাও।
হাসি দিয়ে ঢেকে রাখ
কালো কালো ছোপ ছোপ
হৃদয়ের ক্ষতগুলো।


বললে না কেন,
মিথ্যে টা শুনতে চাও
সত্যি করে,
আবার নতুন ভাবে।
আমি কি পারতাম
কৃপণ হতে!


কষ্ট পাও....
তবু ভাঙলে না।
অহঙ্কার তোমার
চিরকালের।


যখন হারিয়ে যাব আমি
আগলে বসে থেকো
তোমার সম্ভ্রম।


বাতাস ভারী হবে
গোলাপের গন্ধে।
তবুও চাপা কান্না
গিলে নেবে
অক্লেশে।