যখন বিদায় বেলা এলো __
ক্ষণিকের জন্য
আঁখি কী হলো ছলোছলো!
কী জানি হয়তো ভ্রম ছিল!
ভেবেছিলাম __
বলব তোমায়, "ভালবাসি"!
পারিনি ।
মুখে এঁকে হাসি, বলেছি,
___"আসি "।
চোখে চোখ রেখে
তুমি শুধু বল্লে__"এসো"!
একবারের জন্যেও তো
বল্লে না তুমি __ভালবাসো।
যে কথাটা চোখে ছিল...
যে কথাটা ছিল মনে...
শব্দ হয়ে ঝরে পড়লো না
শেষের ক্ষণে...
মুখের হাসিতেই কী রইলো
সেই বিরল যন্ত্রণা!!
আর হাসি???
সে যেন নিছকই বাহানা!