কথা ছিল ___
ঝড় আসবে ।
আতঙ্কে রাত কাটবে।
বৃষ্টিও আসবে।
বৃষ্টিতে চরাচর ভাসবে।


কথা ছিল __
তারপর,
শান্ত হবে পৃথিবী__
তুমি আসবে __
স্বস্তির বাতাস বয়ে নিয়ে।


এরকম কথা কতই থাকে।
ঝড় আসে __
বৃষ্টিতে ভেজে চারিদিক।
বন্যায় ভাঙে ঘর ।
খাবার ও বাসস্থানের
হয়ে থাকে অনটন!


জানি না
এ কথাও ছিল কি না!


ঝড়ের ও ধ্বংসের শেষে
সুখ হয়তো আসে।
আমার চোখে পড়ে না।
মনে ছাপ রাখে না
তবু কথা থাকে।