কিছু পাওয়ার আশায়
বসে থাকি পথে।বসে বসে দেখি
চাওয়াগুলো উড়ে যায়
দুরন্ত রথে!
'মধুসূদন' 'মধুসূদন' বলে ডাকলেও
কেউ কোত্থাও নেই।
বসে বসে তুলি দীর্ঘ হাই...
ঘুম পায়, আবার পায় না!
পাওয়া না-পাওয়ার দোলায় দুলি।
ঘুম ঘুম নেশায়
এলোমেলো পায়ে পথ চলি!
পথের দুপাশে কত  নুড়িপাথর।
কেউ রঙিন, কেউ সাদামাটা।
পরশ পাথর ভেবে
হাত বাড়াই। আবার ভয় __
মন বলে __
যা কিছু পাও, সবই তো হারাও।
শূন্য হয়ে শূন্যে চেয়ে থাকি...
সুরে গাওয়ার চেষ্টা করি!
নিজের কানকে
বিশ্বাস করতে পারি না,
পাওয়ার ছলনা করি।
শেষে কবিতাকে জড়িয়ে ধরি।