কথা ছিল, কথা রাখার,
কুঁড়িকথা ফোটে না আর,
কত কথার ভীড়ে ।
কথাও যে কথা খোঁজে,
নিজ-কথা শোনে নিজে,
কথা সুরের মীড়ে!


কত কথা মরে, হায়!
ভুল স্রোতে ভেসে যায়,
জীবনে অবিরত।
এ কথা, সে কথাগুলো,
সবই যেন, আগোছালো
সংলাপ, রীতিমত!