জীবন যখন চলমান,
কোথাও গন্তব্য আছে তার!
পথও আছে নিশ্চয়!
পথ শেষে হয়তো মহামিলন!


জানি না তা কেমন!
আনন্দের না কষ্টের জাগরণ!
কেমন সে আগামী!
সে কি ঘর না পারাবার!


চাইবে ক্লান্ত পথের শেষ!
মহামিলনের রুদ্ধ দ্বারে পৌঁছে
অনুভবে খুঁজবে
ফেলে আসা পথের টান!


হয়তো গ্রাস করবে হতাশা
এ বিশ্ব সংসারেই যে
ফেলে গেছো অনন্ত সুখের
চাবিকাঠি....