বহু স্বপ্নের শেষে সূর্যোদয়!
পথ খুঁজবার আশায় পথ চলা...
আঁধার তো আছে এবং থাকবে।
ঝলক থাকেই না সবসময়।


পুরোনো বই এর গাদায় বল্মীক ;
ইতস্ততঃ  বাড়ে তাড়াতাড়ি।
এঁকে বেঁকে ওরা পথ খুঁজে নেয়,
সাম্রাজ্য বৃদ্ধির আশায়!


অন্ধকারে মুক্তি স্বপ্নের।
মাটি বরাবর বসতি ওদের।
মাটিতে লুপ্ত হবেই  সৃষ্টি!
সূর্যও দেখতেও চায় না ওরা।


কারোর  আলো, কারো বা আঁধার!
সহাবস্থানে তবু কেই বা কার!