একটা দুটো তিনটে...
অনেক কৃষ্ণ এসেছিলো
যমুনার জলে ডুবতে!
কলসী চেয়েছিল __
দড়ি চেয়েছিল__
আমি দিতে পারিনি।
বলেছিলো __
"তুমি কাদা খোঁচা হও,
তুমি হাঁড়িচাঁচা হও!"


আমি ঠায় দাঁড়িয়ে,
অভিমানে!
কৃষ্ণরা চলে গেল.....
কেউ সাইকেল চালিয়ে,
কেউ পায়ে হেঁটে,
কেউ চারচাকা চেপে!!!
আমি বসন্তের কৃষ্ণচূড়া
হয়ে গেলাম।
লজ্জায় লাল হলাম!