আজ প্রথম দেখলাম
কৃষ্ণগহ্বরের ছবি...
শুধু আমি নয়,
সারা বিশ্বের চোখে
ধরা পড়ল তার রূপ!
ধবধবে ছায়াপথের
মধ্যমণি...
গনগনে আগুনের মাঝে
অন্ধকূপ স্পষ্ট দৃষ্ট!
দুঁদে গোয়েন্দাদের মতা
এক ঝাঁক বিজ্ঞানী
তুলে ফেললো
তার অজ্ঞাতবাসের ছবি!
এরপর?
কৃষ্ণগহ্বরের রহস্য কি
ধরা পড়ে যাবে?
কেন তার এতো খিদে!


কি জানি!
নেভার আগে প্রদীপ যেমন
দপ্ করে জ্বলে ওঠে...
তেমনই কি কৃষ্ণগহ্বর??
কিংবা
কোনো পূর্বাভাস!!