আজও তুমি চিনতে পারলে না আমায়!
চিরকালই আমি একলা পড়েছিলাম,
অবহেলে।
অদরকারী ভেবে ছেঁটে দিয়েছ।
পথের কিনার থেকেই
তুলে দিয়েছ অট্টালিকার অট্টহাস্য!
বড় খুশি দেখাচ্ছিল তোমাকে তখন,
জয়ের উল্লাসে উল্লসিত!


ঝঞ্ঝার তীব্রতা বুকে আঁকড়ে
তোমাকে দিতে চেয়েছিলাম স্বস্তি।
চেয়েছিলাম তোমার সব ক্লান্তি,
আমার বুকে মিশিয়ে নিতে।
সুখের উচ্ছাসে আমাকে দেখেও দেখনি।
অথচ আমি....
তোমার নিবিড় সান্নিধ্য একা
অনুভব করেছি, তোমাকে বুঝতে না দিয়ে।
আমি নীরবে সুখী ছিলাম একাকী!


আবেগ, ভালোবাসা আজ তোমার কাছে তুচ্ছ!
গতিময় জীবনের হাত ধরে,
পথ আর ঘর এক করে ফেলেছ!
বোঝোনি, জীবনে প্রয়োজন আছে
একটা বিরতির....


প্রয়োজন আছে, একটা শ্বাস ফেলা উঠোনের!