অবহেলায় সাজিয়ে এলো
মন পলাশের বন!
কখন  যেন হারিয়ে গেলো
অশান্ত  যৌবন!


তুষার ঢাকা তুষের আগুন
বাতাস অচঞ্চল!
হিমবাহের  ঘুমেই  ফাগুন
বুকে নীলোৎপল!


শিকড় চাপা দেউল ভুখা,
মাটির গন্ধ চায়!
প্রেম উদাসী কোয়েল সখা
খোঁজে বসন্ত বায়!


লুকিয়ে বুকে সুবাস রাখে
যে কুঁড়ি-গোলাপ;
শীত পেরিয়ে পলাশ শাখে
কলমেই বিলাপ!!