পাথর সরানোর দায় কাঁধে তুলে নিলে।
ভাবোনি পাথরেরা স্থবির, চিরকালই।
সরানো পাথরের নীচে চাপা পড়ে থাকে
প্রতিবাদহীন কিছু ঘাস __
ফ্যাকাসে নিষ্প্রভ...
তোমার হাজার চেষ্টাতেও ওরা আলো পাবে না।


ঘুমের ঘোরে স্বপ্ন আনচান!
জানলার কাঁচ ভাঙে ঝনঝন।
অযথা হাতের মুঠোয় ধরে থাকো হৃৎপিণ্ড!
হৃদয় ভেঙে চুরচুর...


গুলিটা যে দিক থেকেই আসুক,
লক্ষ্য কিন্তু একটাই!