নীল পাইনের বুক চিরে
     যখন হৃদয় খুঁজেছি,
ছেঁড়া মেঘের আনাগোনা
    তখন শরীর ছুঁয়ে ভিজিয়ে দিল
মনের কঠিন আস্তরণ।
কোথাও শুকনো শাখায়
     শ্যাওলার বীভৎসতায়
জমাট বাঁধা স্বপ্নের অনুরণন।
আমি একা, ভীষণ একা।
       এটাই কি চেয়েছি?


মেঘ-পাহাড়ের কোল ছুঁয়ে
     যখন তোমায় চেয়েছি,
সন্ধ্যাবেলায় মেঘেরা ভীড় জমালো
     পাইন বনের গভীর ছায়ায়।
খোঁজে কি শান্তি
      নিশ্চিন্ত মাতৃক্রোড়ে?
যখন মন কাঁদে
     ঘুম-মেঘের পরশ মেখে
    অকাতরে, অনাদরে।
আবার একা লাগে।
      এটাই কি চেয়েছি?


সবুজ উপত্যকায় ঘন কুয়াশায়
      যখন তোমায় পেয়েছি
আবিষ্ট আমি চোখ বুজে
     মোহময় মৌনতায়।
বাস্তবতায় স্বপ্ন ভাঙে,
     একঘেঁয়ে কি যাত্রাপথ?
ফিরতে হবে সমতলে
    রসহীন, ছন্দহীন গদ্য কবিতায়।
সেই একা লাগে।
      এটাই কি চেয়েছি?


হয়ত তাই, হয়ত নয়...