যুদ্ধ ছিল আগে,
যুদ্ধ আছে আজও
যুদ্ধ থাকবে মানি!
হিংসার যুদ্ধ, রুখতে বুদ্ধ
বিলিয়েছেন শান্তির বাণী।


আদিম যুগ থেকে
জীব জগতের মাঝে আছে
বাঁচার জন্য লড়াই।
এখন যুদ্ধ, জাহির করার
বিশ্রী এক মিথ্যে বড়াই!


এই নাকি মানব জাতির
সভ্যতার গরিমা!
বিজ্ঞানকে ব্যবহার করে
গড়ে নানান অস্ত্র,
গড়ছে ভ্যাক্যুয়াম বোমা।


এসো দাঁড়াই সবাই
সুবুদ্ধির পাশে__
হাতে হাত রেখে হই সোচ্চার,
রুখে দিই আর একটি
অবশ্যম্ভাবী বিশ্বযুদ্ধ ___


বহাল হোক আজ,
মানবতা ফেরানোর লড়াই।
মানবতার মাথায়
উঠুক গর্বের তাজ!
এটাই হোক এক বড়াই।।