মা আসছে.….
রব উঠেছে আকাশ জুড়ে।
মা, তুমি কি সত্যি আসো?
জীর্ণ ভূমে, বছর ঘুরে!


যদি আসো....
তুমি থেকো, বানভাসিদের শূন্য ঘরে।
নিত্যই যার কপাল পোড়ে।
তুমি এসো ভিক্ষুর ঐ শূন্য থালায়।
তুমি থেকো জীবনবোধে, মানবতায়।


মা তুমি কি সত্যি আসো...
নির্যাতিতার পোড়া বুকে?
মা তুমি কি সত্যি ভাসো...
ধর্ষিতার ঐ লজ্জা চোখে?


যদি আসো...
ফোটাও হাসি, সেই ছেলেটির
সরল মুখে।
নতুন জামা পায়নি যে সে
তোমার আসার সুখে।


মা তুমি কি সত্যি এলে?
শিউলি শরৎ মেঘের ভেলায়!
তবু তোমায় পাই না খুঁজে,
কেন রাখো অবহেলায়???