শত কথায় একটা ভুল, থাকলে সই।
কাটালে  দুধ ছানা  হয়, পচলে দই।


ধোপদুরস্ত পোষাক হলেই সভ্য নয়।
যুক্তি দিয়ে মুক্তি খুঁজলে বাড়ে ভয়।


গাছে যখন পাকে বেল কাকের কী?
শেয়াল বলে আঙুর টক্, ভুল ঢাকি!


মিথ্যাগুলোও সত্যি হয় কানাঘুষোয়।
হরেক কথার মুণ্ডু মাথা যাক্ চুলোয়!