যদি কোনো উতলা নদী,
কাছে যেতে করে বারণ!
দেয় অজুহাতও__
তবে কী করবো না স্নান!
হবো না শীতল !!!


যদি কোনো বাগানের ফুল
দুলে ওঠে ভুল করে..
আমি কী চাইবো না ছুঁতে!
নেবো না কি সৌরভ,
হবো না মাতাল!!


পথ ভুল, ঐ মেঘ চূড়ে
যদি যাই উড়ে __
সূর্যাস্তের রঙে রাঙা হতে!
মেঘ কী সরিয়ে নেবে রঙ!
হতে দেবে না বিমল !!


কেন এসব ভাবনা মনে!
আমি কি হারাই প্রেম
ক্ষণে ক্ষণে!! বুঝে ভুল!
না কী বুঝেও বুঝি না,
প্রেমের কী মাশুল!