বন্ধ তোমার আঁখিপল্লব।
তোমার নিথর দেহের
সামনে বসে, আমি অপলক।
তোমার মুখায়বে
অনেক না-বলা কথার অভিব্যক্তি!
কিছুক্ষণ আগেই মুখে প্রশান্তির
নির্মল ছায়া এঁকে চলে গেছো,
চির শান্তির পথে!


মায়া-কাঁটাতে অনেক জ্বলেছ...
তাই বোধহয় যাবার আগে
নাড়া দিয়ে গেলে আমায়।
আমি অনুভবে তোমাকে হঠাৎ
পেয়ে গেলাম অনেক কাছে।
চোখ বন্ধ করে পরশ পেলাম
তোমার না-বলা কথার।


তোমার সূক্ষ্ম দেহের পরিক্রমা
আজ বুঝি আমাকে ঘিরে!
এক নীরব সুখ স্মৃতিতে
আমি আছন্ন...
তোমার ভাসমান অন্তরাত্মা
রচনা করেছে আত্মজার পথ নিরুপণে
এক স্বর্গীয় সেতুবন্ধন!!
যেমন ছিলো বরাবর ....


**  গত ১৮ ই ফেব্রুয়ারি আমার মাতৃ বিয়োগের পরও মা আমার অন্তরে রয়ে গিয়েছেন। তাকে স্মরণ করে আমার এই অর্পণ।