পোষা পাখির মতো
বিশ্বাস খাঁচায় রাখা যায় না।
অসাবধানতায়
খাঁচা খোলা পেলেই
উড়ে পালায় ;আর ফেরে না!
অনুভবে থাকে কান্না
আর হেরে যাওয়ার যন্ত্রণা...


চেয়েছিলাম __
একটি সত্যিকার ভালোবাসা!
প্রেম এসেছিল
মিথ্যের প্রলেপে....
জীবন বয়ে যায় অকাতরে
ভাবলেশহীন দৃষ্টিতে!
সাথে থাকে ফেরার আশা!


বদলায় পথ___
পুরোনো আর নতুনের
মাঝামাঝি জীবন কখন যে
মিলে হয় একাকার...
যেন মিথ্যা আর সত্যের
থাকে না বিভেদ!
জীবনটা এভাবেই বাঁচে__


সন্তুষ্টির প্রলেপ খুঁজে নিই
অপূর্ণ অন্তরে!!