ফুল ফোটানোর পালা এলো
এলো ফাগুন বেলা ।
ফাগুন, আগুন রঙ ছড়ালো
মন হারানোর খেলা।


মেঘলা দুপুরে মুখ লুকিয়ে
শিমুল ফোটেনি হায়!
ফাগুন আবেগী মৌটুসি ঐ
মউ যে কোথায় পায়!


আজ যে হঠাৎ মেঘ জমলো
আকাশ পানে ওই।
বাঁশ বাগানেও  চাঁদ ওঠেনি
কাজলা দিদি কই?


বিষণ্ণ যে আজ মেঘ-বসন্ত
হারিয়ে দখিনা বায় ।
কোকিল ডাকে মুখ লুকিয়ে
কোকিলা লজ্জা পায়।