আজ সারাদিন...
না দেখা কিছু আবেগী মন,
একসাথে কিছুক্ষণ।
কবিতাকে সঙ্গী করে,
মনের সাথে মনের আলাপন।
মুখরিত হ'ল মিলন প্রাঙ্গণ ।
এক অপূর্ব বন্ধনে,দ্বার খুলে গেল
চোখের আলাপে।
দূর থেকে ছুটে আসা
দুরন্ত কিছু মন, একাত্ম হলো
ভাবের জোয়ারে...


অনিচ্ছাতেও ফিরতে হয়
একসময়ে।
পথে এসে দেখি, দিনের আলো
তখনও যায়নি নিভে।
তাই আবছায়া চাঁদ মুখোমুখি,
পূর্ণিমার আদলে।
এখুনি ভাসাবে জোছনায়,
মিলন আবেগে, সুখের সাগরে!


আলোর জোয়ারে শেষ নয় কিছু।
এটাই শুরু মিলন মেলার।
শুরু হলো পথ চলার!