তুমি যখন বারান্দায় দাঁড়িয়ে,
উদাত্ত কন্ঠে রবীন্দ্রসঙ্গীত গাও,
আমি তখন ডাইনিং টেবিলে বসে,
বেগুন পোড়ায় কাঁচালঙ্কা চটকাই।


টিভির দিকে তাকিয়ে থাকি,দেখিনা।


অন্ধকার বেডরুমে,
ফুরফুরে বসন্ত এসে লুটোপুটি খায়।
টিকটিকিটা আরশোলা খোঁজে...


অসহ্য লাগে,
এক নাগাড়ে ঘড়ির টিকটিক...