এই ফাল্গুনে যদি
চৈত্রের কথা ভাববো,
হয়তো হবে সেটা
বেয়াদব এক কাব্য!!


নানা রঙের ফাগুন,
সঙ্গে মধুর কুহুতান!
আর ঝড়ের চৈত্রমাস
জানে না কানুন __
অকারণে হয় আগুন!
তবু চৈত্র মধুমাস!


দুজনেই যদিও মধু__
ফাগুন প্রেমের দণ্ডী!
নেই তো বিরোধ __
তবু চৈত্র যে রণচণ্ডী!!