পাওয়ার থেকে চাওয়া
যখন বেশি হয়ে যায়...
ফাঁকিকেই তখন আঁকড়ে ধরা।


আকাশ প্রদীপ জ্বালিয়ে
শুকতারা খুঁজতে গিয়ে হারিয়ে যায়...
কখনো ঝাপসা চোখের ভুলে,
কখনো সত্যি মেঘের আড়ালে।


সুখকে ভাগ করে নিতে হয় ;
সবটা নিজের করতে চাওয়া বোকামি!
চলার পথে স্বপ্নের নুড়িপাথর!
বাছা কঠিন!


চাওয়া আর পাওয়ার মাঝের ফাঁকে
হারিয়ে যায় সততা!