প্রতিদিনই ফোটে ফুল
মধু নিয়ে বুকভরা।
ছোট ফুল বড় ফুল
সব ফুল যেন মনোহরা।
সবাই জানে যে যার
কদর!


নানা রূপ, নানা রঙ্,
ঠমকে ঠমকে জানায়
তাদের ঢং।
রূপ নাকি রস __
কোনটা যে সেরা!!
সেই ভেবে ফুল হয় যে
দিশেহারা!


মৌমাছি গান গেয়ে
মধু লোভে ফুল দংশায়।
আনন্দে মাতে ফুল
মধু যেন দুহাতে বিলায়!
মহাসুখে মধূপের পায়ে
পরাগ মাখায়!