সব পথই মিলতে চায় অবশেষে
এক নির্ধারিত গন্তব্যে!
জীবন যখন চলমান __
পথ শেষে হয়তো এক মহামিলন!
যেন জীবনের শেষ জাগরণ!


কী জানি তা কী
আনন্দের অথবা কষ্টের পারাবার!
ক্লান্ত পথের শেষে
কষ্টও বোধহয় এক মহাসুখ!
তারই তাড়নায় শুধু চলা!


যদি রুদ্ধ হয় গন্তব্য-দ্বার __
হতাশায় মনে হবে হয়তোবা
ফেলে আসা জীবন পথের টান ___
যেখানে পথের ধূলায় পড়ে আছে
মহাসুখ অবহেলায়!