এখন ভাটার টান...
শান্ত এ নদী, আপন খেয়ালে
বয়ে যায় মোহনার দিকে...
মোহনাই কি পরিণতি!
কিংবা সূচনা নব যাপনের!
নদী জানে না এসব।
শুধু বয়ে চলে জীবনভর...


নদী পাড়ে আমি বসে
প্রাচীন অশ্বত্থের কোল ঘেঁষে।
পাশে প্রাক্তন বটের গুঁড়ি...
যার অস্তিত্ব মরে গেছে কবে।
তবু বসে স্থবির, আমার মতন।
বুকে নিয়ে নবীন মন,
বসন্তের নবীন পাতা
আর মাটির টানে জীবন্ত ঝুরি।


নতুন সূর্য ওঠে পূবে...
নদীজলে ঝিকমিক হাজার প্রতিচ্ছবি।
নবীন আলোয় নদীও নবীন ।
বসন্ত জাগে ডালে ডালে...
অশ্বত্থের কচি পাতা আনন্দে দোলে...
রোদে ঝিলমিলে।
কাকলির সঙ্গতে বাজে বসন্ত বাহার!


শুধু আমি বসে এক প্রাক্তন!
পাড় ঘেঁষে সারি সারি
শিরীষ, নিম, প্রাচীন মেহগিনি সাথে!
শেষ ভাটার টানে, বয়ে চলি অজানায়।
জানিনা শেষ পরিণতি!
জানিনা মোহনা কোথায়!