ভর দুপুরেই মনের ও ঘরে মনচুরি,
দুটি খোলা মন জাগছে এখন হিয়া ভরি।
মিশে আছে তাই এক হয়ে ঠাঁই সুরে তানে,
সকল আঁধার কাটিয়ে আলোক মনেপ্রাণে।


এখনো জেগেই দেখছি সাগর মোহনায়,
ও নদী কিভাবে দুকূল ছাপিয়ে মিশে যায়।
কিভাবে বৃষ্টি নদীকে ব্যাকুল করে হাসে,
জমাট মেঘের ব্যথাকে ভুলিয়ে চলে আসে!


আমাকে ঘিরেই খেললে না হয় আজ খেলা,
আমি যে তোমার চির সবুজাভ সাঁঝবেলা।
না হয় বসেই রইলে আমার আঙিনাতে,
না হয় কাটালে কয়েক প্রহর সাথীসাথে।