কেউ জানে না,
মন তো জানে সঙ্গোপনে
পুতুল খেলা, সারাবেলা।
যতই করো অবহেলা,
আদর করো,ভাঙো গড়ো
মনকে যত নাড়োচাড়ো;
পুতুল কিন্তু রা কাটে না!
যত কথা, যত ব্যথা
পুতুল শোনে!


কেউ না জানুক...
কেউ না মানুক...
মনের কথা মনই মানে!
খেলাঘরের বাদাবনে
মনটা ঘোরে পুতুল টানে!!