স্কুলে যাওয়ার পথে
মুখোমুখি হতাম দুজনে...
উদাসী চোখে তুই চাইতিই একবার!
ঘন কালো পাতায় ঘেরা
তোর গভীর চোখ
এক পলকেই আমার চোখে ধরা!


মূহুর্ত যে বড়োই ছোট হয়
তবুও সে যে আমার কাছে দামী।


ঠোঁটের ওপর আলতো গোঁফের রেখা
মাথা ভর্তি ঝাঁকড়া চুলের বাসা
ইচ্ছে হতো আঙ্গুল বিলি কাটুক
কিংবা মুঠোয় ধরে টানি...


ছুটির পরে মুখোমুখি হতে
ইচ্ছে করেই সময় মেপে চলা,
কত যে কথা তোর চোখে আঁকা!


খেলার মাঠে তোর
পায়ের বলে হাজার কেরামতি
আমি তখন শুধুই তোকে দেখি
তোর জেতা আমার চোখে খুশি...


তোর যখন অঙ্কে মনোনিবেশ,
আমার কলম লিখছে লুকিয়ে চিঠি!
সেসব চিঠি আজও অপেক্ষায়।


কোনো কথাই হয়নি বলা তোকে।


কখনো আনমনে
একবারও কি আমার কথা ভাবিস?