মন খারাপগুলো
সাজিয়ে রাখি জানলার
মেঘলা রোদে, তখনই
আমার বৃষ্টি হতে ইচ্ছে করে!
মেঘ পাহাড় জমাট বাঁধে!
ইচ্ছে করে বৃষ্টি হয়ে
তোর চোখ ছুঁয়ে যাব কবি!


দুপর গুলো মগ্ন হয়ে যায়
নদীর নুড়ির ফাঁকে ফাঁকে,
অচেনা মনের বাঁকে!
আমার খবর কেউ কী রাখে!
বালিশ নিয়ে তখন
তোর বুক ভেবে মুখটা গুঁজে
বলি, তুই আমার হ'বি?


সন্ধ্যা নামে যখন
শুকতারাকে সাথে নিয়ে..
মন খারাপকে শুইয়ে রাখি
ধ্রুবতারার কোলে ।
মন সাড়া দেয় তখন
বেঁচে থাকার অভ্যেসের সুখে,
আঁকে অনেক স্বপ্ন ছবি।