সেই সোনালী নদীর বাঁকে -
একটুখানি জমিয়ে রাখা স্বপ্ন!


স্বপ্ন গুনতে গুনতে দুপুর গড়িয়ে বিকেল...
জল নামে, ঢল নামে __
স্বপ্নে দিন, স্বপ্নে রাত __
আঁচল ভরে তুলে আনি জোছনামাখা
একদুপুর নুড়িপাথর!


নদীর ভ্রূক্ষেপ নেই।
ফিরে তাকাতেই জানে না সে!
মুঠো ভর্তি ঋণ নিয়ে
পড়ে থাকে অনন্ত , পড়ন্ত এ বিকেল!