অলক্ষ্যে
এক মন্ত্র উচ্চারণ হয়েছিল
সেদিন ব্রহ্মাণ্ডে!
ভূ্লোক দ্যূলোক কেঁপে উঠল।
কী এক সুর লগ্নে
এসেছিল অপার্থিব প্রেম...
হয়তো তোমার আমার জন্য।
উতলা হলো
আমার নদীর মতো মন।
তোমার চোখের দ্যুতি
পিছলে পিছলে পড়ে ছিল
আমার মনের বেদনার ঢেউএ।
কী তীব্র সেই দৃষ্টি!
আমার কপোল ভিজে গেলো
উষ্ণ অশ্রুতে।
আমি চোখ বুজলাম!!