বাঁকা চাঁদ হাসে,
তারাভরা এ আকাশে।
এতো তারা__
তবু কেন যে একা লাগে!
বোঝে না চাঁদ!
বোঝে না কেউই!


মুক্ত হবার প্রবল ইচ্ছা তো
সকলেরই___
কানায় কানায় পূর্ণ হতেও...
মুক্তির আলোয়
ভেসে যেতে চায় মন !
পূর্ণ হই যেন!


পূর্ণতা দেখি__
দেখি না আকাশ জুড়ে
চাঁদের একাকীত্ব!
মুগ্ধ আলো  ছড়িয়ে দিয়ে
কেউ কী বুঝি __
মুক্তির যন্ত্রণা!!