তুমিই কি আমার প্রথম সৃষ্ট সেই ভাস্কর্য ?
অজন্তার গুহা গাত্রে খোদাই করা "প্রেম"!
এক ভাস্কর তার ভাস্কর্যের মুখোমুখি বসে
চেয়েছিল পৌঁছে দিতে বিশ্ব শান্তির বাণী!
সৃষ্টি হয়েছিল একাকী ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি!


আজ যখন দেখেছি ,ঠিক মুখোমুখি বসে,
মেলাতে চেয়েছি __সেই ভাস্কর্যের সাথে!
বলেছি_একটিবার তুমি চোখ বন্ধ করো!
দেখতে চেয়েছি তোমার তেজময় দীপ্তি!
মিশে যেতে চেয়েছি তোমার অন্তরাত্মায়!


শতাব্দী প্রাচীন গুহায় একদা যখন দেখা
ভাস্কর আর ভাস্কর্যের,কতবার চেয়েছি__
নীরবতা আর নয়, মুক্ত হোক পাষাণ মন,
পৃথিবীর জন্য, একটিবার চোখ খোলো।
আমার প্রেম থাক্ না হৃদয়েই, অলিখিত...


হে পাষাণ, ছড়িয়ে দাও আজ শান্তির বাণী।